আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের কোমর ভেঙে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপি প্রেসিডেন্ট দিলীপ ঘোষ।
তিনি রোববার আলিপুরদুয়ারে দলীয় সভায় উপস্থিত হয়ে এক সংবাদ সম্মেলনে ওই হুঁশিয়ারি দেন।
দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই সরকারের অত্যাচারই তার পতনের কারণ হবে। দুই/চার মাসের মধ্যেই আমরা এই সরকারের কোমর ভেঙে দেবো। পঞ্চায়েত নির্বাচন থেকেই পরিবর্তনের পরিবর্তন শুরু হয়ে যাবে।’
তিনি বলেন,, ‘দল ভাঙানোর রাজনীতি ভদ্রলোকের কাজ নয়। যে যেভাবে এই রাজনীতি শুরু করেছে তাকে সেভাবেই মরতে হবে।’
দিলীপ ঘোষ আজ পশ্চিমবঙ্গের অশান্ত দার্জিলিং প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘পাহাড়ে ছোটো দল গোর্খা জনমুক্তি মোর্চা, আমাদের পার্টনার। সেখানে ভয় দেখিয়ে কেন্দ্রীয়বাহিনী দিয়ে অত্যাচার করে, পিটিয়ে বা জোর করে কেস দিয়ে নেতাদের লুকিয়ে পড়তে বাধ্য করা হচ্ছে। অন্যদের দলে নিয়ে আসার চেষ্টা চলছে। পাহাড়ের আশি শতাংশ মানুষ এখনও বিমল গুরুংয়ের (মোর্চা প্রধান) সঙ্গে আছে।’
দিলীপ বাবুর মতে, শুধু মাত্র একটা ধাক্কা দিয়েছে সাবেক তৃণমূল নেতা মুকুল রায়। এতেই শাসক ও প্রশাসনের ত্রাহি রব উঠে গেছে।
তৃণমূল নেতা মুকুল রায় সম্প্রতি বিজেপিতে যোগ দিয়ে কোলকাতায় এক জনসমাবেশে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ করেছেন।
কিন্তু রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক ও অন্য দায়িত্বশীলরা বিজেপি নেতা মুকুল রায়ের অভিযোগ নাকচ করে দিয়ে তাকে বাচ্চা ছেলের সঙ্গে তুলনা করে তার শিক্ষগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করেছেন। (পার্সটুডে)