আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের এক বিচারক কাতালান নেতা কার্লেস পুজেমনের বিরুদ্ধে ইউরোপিয়ান গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কাতালোনিয়ায় স্বাধীনতার উদ্যোগ বিষয়ক কর্মসূচিতে তার ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ার একদিন পর তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হল।
কার্লেসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘোষণার পর স্পেনের সম্পদ সম্পৃদ্ধ উত্তর-পূর্বাঞ্চলে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে নতুন উত্তেজনা যোগ হয়েছে।
এ সময় বিক্ষোভকারীরা কাতালানের পতাকা নাড়াচ্ছিল ও স্লোগান দিচ্ছিল। খবর এএফপি’র।
স্পেনের কৌঁসুলিরা কার্লেসের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রীয় তহবিল তছরুপের অভিযোগ আনতে চাচ্ছেন। কিন্তু পুজেমন বৃহস্পতিবার আদালতে হাজির হননি।
আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, কাতালোনিয়ার অপর চার মন্ত্রীর বিরুদ্ধেও ইউরোপিয়ান গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরাও আদালতে উপস্থিত হতে ব্যর্থ হয়েছেন।
এই মন্ত্রীরাও বেলজিয়ামে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। স্পেন সরকার এক সপ্তাহ আগেও কার্লেসের মতো এই মন্ত্রীদেরও বরখাস্ত করে।