জাহিদুর রহমান তারিক, ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ, ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নয়াদিগন্তের জেলা প্রতিনিধি আলাউদ্দিন আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্ধি এনটিভি প্রতিনিধি মিজানুর রহমান পেয়েছেন ১৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ২১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন সমকালের মাহমুদ হাসান টিপু। তার নিকটতম ২ প্রতিদ্বন্দি বাংলাভিশন এর আসিফ ইকবাল মাখন পেয়েছেন ১৩ ভোট ও চ্যানেল আই এর শেখ সেলিম পেয়েছেন ১ ভোট।
সহ-সভাপতি পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মানব জমিনের আমিনুল ইসলাম লিটন, তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুল হাই পেয়েছেন ১৬ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলানিউজ টোয়েন্টিফোর.কম এর ঝিনাইদহ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এম রবিউল ইসলাম রবি। তার নিকটতম প্রতিদ্বন্দি একাত্তর টিভির রাজিব হাসান পেয়েছেন ১১ ভোট। এছাড়া ক্রিড়া ও সাহিত্য সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়েছেন এস এ টিভি, বণিকবার্তা ও রাইজিংবিডিডটকম এর ফয়সাল আহমেদ এবং নির্বাহী সদস্য পদে নিউ এজ এর দেলোয়ার কবীর, প্রথম আলোর আজাদ রহমান, দিনকাল’র আসিফ ইকবাল কাজল, বিটিভি’র পিন্টু লাল দত্ত, যমুনা টিভি’র আহমেদ নাসিম আনসারী। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাংডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন জেলা তথ্য অফিস এ এস এম কবীর। সহকারী ছিলেন আব্দুস সালাম ও ইসলাম উদ্দিন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।