ষ্টাফ রিপোর্টার: ঝিনাইদহ: ঝিনাইদহে নকল ও ভেজাল ঔষধ ক্রয় বিক্রয় প্রতিরোধে চায় সম্মিলিত উদ্যোগে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের পানি উন্নয়ন বোর্ড মার্ঠে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি। বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ ঝিনাইদহ জেলার সভাপতি মোঃ মোবাশশির হাসান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল হাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক গেলাম কিবরিয়া, ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার আলতাফ হোসেন, রেডিয়েন্ট ফর্মাসিটিক্যাল্স লিঃ এর চেয়ারম্যান নাসের শাহ্রিয়ার জাহেদী মহুল মডার্ণ ফার্সামিসিক্যাল্স লিঃ এর চেয়ারম্যান খাইরুল বাশার, ঝিনাইদহ ঔষধ তত্ত্বাবধায়ক নাজমূল হাসান। সেমিনার শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।