স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ: ঝিনাইদহে বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে নৃত্য প্রতিযোগিতা,র্যালী,আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। “চিত্ত মম বিকশিত হোক নৃত্যের তালে তালে”এই শে¬াগানকে সামনে রেখে শুক্রবার বিকালে ঝিনাইদহের আদর্শপাড়া ত্রিতাল নৃত্য একাডেমী থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান- প্রধান সড়ক সহ পায়রা চত্তর ঘুরে র্যালীটি ত্রিতাল নৃত্য একাডেমীতে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা অনুষ্টিত হয়। ত্রিতাল নৃত্য একাডেমীর পরিচালক সোহেল আহমেদ সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ব্যাংকার মোসলেম আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ হাবিবুর রহমান সুমন,ফারুক হোসেন,সাংবাদিক জাহিদুর রহমান তারিক,আশরাফুল আলম,লিটন। আলোচনা সভা শেষে নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক ব্যাংকার মোসলেম আলীসহ অতিথিবৃন্দ (ক্রেষ্ট)পুরুস্কার বিতরন করেন। অনুষ্ঠানে নৃত্য প্রতিযোগিতাকারী শিশুরা,শিশুদেও অভিভাবক,সংবাদ কর্মী,সমাজ সেবক, ত্রিতাল নৃত্য একাডেমী সদস্য,আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।