ষ্টাফ রিপোর্টার: ঝিনাইদহ:ঝিনাইদহের পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ২০১৬ সালে প্রনীত শিক্ষা আইনের কতিপয় ধারা উপধারা সংশোধনের দাবীতে ধর্মঘট শুরু হয়েছে। এ উপলক্ষ্যে তারা রোববার ঝিনাইদহ শহরে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন কর্মসুচি পালন করে। দুপুর ১২টার দিকে জেলার ৬ উপজেলা থেকে কয়েক’শ পুস্তক বিক্রেতা ঝিনাইদহ শহরের লাইব্রেরি পট্রিতে জমায়েত হয়। সেখানে তারা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসুচি পালন করে। মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আইয়ূব আলী ভুইয়া, আব্দুল মালেক সরকার ও হাবিবুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তগন বলেন, শিক্ষা আইন ২০১৬ এর কয়েকটি ধারা উপধারা সংশোধন করা না হলে তারা বৃহত্তর কর্মসুচি গ্রহন করতে বাধ্য হবে। ঝিনাইদহ জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি শফিকুল ইসলাম জানান, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রোববার দিন ব্যাপী জেলার ৬টি উপজেলার লাইব্রেরিতে ধর্মঘট পালিত হচ্ছে।