খুলনা প্রতিনিধিঃ খুলনা সিটি কর্পোরেশনের ১৮তম বিশেষ সভা আজ সোমবার বেলা ১১ টায় নগরভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ সভায় সভাপতিত্ব করেন। সভার শুরুতে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট
ও কিশোরগঞ্জের সোলাকিয়ায় জঙ্গি হামলা সহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় জঙ্গি হামলা প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে মহানগরী এলাকায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী নাগরিক সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। নাগরিক সমাবেশ সফল করার লক্ষ্যে সরকারি, বেসরকারি সংস্থা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে খুলনা সার্কিট হাউজে প্রস্তুতিমূলক সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়। Â
আলোচনাকালে ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ বলেন, দেশে জঙ্গিবাদের উত্থানে সচেতন নাগরিক সমাজের নিশ্চুপ থাকার অবকাশ নেই। জঙ্গিবাদ প্রতিরোধে নগরবাসীদের সাথে নিয়ে কেসিসি ভূমিকা রাখবে উল্লেখ করে ভারপ্রাপ্ত মেয়র জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিকল্পে নাগরিক সমাবেশ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। জঙ্গীবাদের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে পারলে জঙ্গি তৎপরতা অবদমন করা সম্ভব হবে বলে তিনি মতামত ব্যক্ত করেন।
কেসিসি’র প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ, রুমা খাতুন, কাউন্সিলর মোঃ শাহাদাত মিনা, মোঃ সাহিদুর রহমান, মোঃ ফারুক হিল্টন, মোঃ ইউনুস আলী সরদার, মোঃ মনিরুজ্জামান, মোঃ হাফিজুর রহমান মনি, শেখ মোঃ গাউসুল আযম, মোঃ মাহবুব কায়সার, ইমাম হাসান চৌধুরী ময়না, কেএম হুমায়ুন কবির, ওয়াহেদুর রহমান দিপু, মোঃ গিয়াস উদ্দিন বনি, মোঃ আমান উল্লাহ আমান, এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, পারভীন আক্তার, আনজিরা খাতুন, রাবেয়া ফাহিদ হাসনাহেনা, নাদিরা হোসেন তুলি, রোকেয়া ফারুক প্রমুখ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।