চট্টগ্রাম: বাংলাদেশের জন্ম না হলে বাংলা ভাষা ও সাহিত্যের টিকে থাকা কঠিন হতো বলে মন্তব্য করেছেন ভারতেরখ্যাতিমান কথাসাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। নগরীর প্রেসক্লাব ভবনের বাতিঘর পুস্তক বিপণিকেন্দ্রে শনিবার(৪ ফেব্রুয়ারি)সন্ধ্যা ৬টায় আয়োজিত পাঠকের সঙ্গেমুখোমুখি অনুষ্ঠানে তিনি একথা বলেন। ‘আমার জীবন, আমার রচনা’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে স্বপ্নময় চক্রবর্তী জানান, বাংলাদেশের নোয়াখালী অঞ্চল থেকে১৯৪৭ সালের দেশভাগের পর তাঁর পূর্বপুরুষেরা ভারতে চলে যান।সেই সূত্রে শরণার্থী জীবন খুব কাছ থেকে দেখার সুযোগহয়েছে তাঁর।সংগ্রাম মুখর শৈশব-কৈশোর পার হয়ে পেশাগত জীবনের বিচিত্র অভিজ্ঞতা লিপিবদ্ধ করতেই গল্প লেখা শুরুকরেছিলাম।চট্টগ্রামে আসার আগে ভাবতেই পারিনি এত লোক আমার কথা শোনার জন্য বসে থাকবেন। বঙ্কিম পুরস্কার, তারাশংকর স্মৃতি পুরস্কার ও আনন্দ পুরস্কার বিজয়ী এই লেখক তাঁর গল্প ও উপন্যাস রচনার পটভূমি তুলেধরে তিনি আরও বলেন, সমাজের নিম্নবর্গের মানুষজনকে কাজের সূত্রে আমি খুব কাছ থেকে দেখেছি। এঁরা আমারসাহিত্যের বিষয় হয়ে এসেছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন কথা সাহিত্যিক হরিশংকর জলদাস। এসময় তাঁর লেখা ‘আমার রবীন্দ্রনাথ’ গল্পটি পাঠকরেন আবৃত্তি শিল্পী সুমন বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ ও সঞ্চালনায়
.........বিস্তারিত