
সুলতান ছেলের রাজত্বে মায়ের হুকুমদারী, আবার কখনো শিশু সুলতানের রাজ্যে নায়েব এর ভূমিকায় মা কোসেম।
নানা কারণে দ্বন্দ্ব আর ক্ষমতার লড়াইয়ে কেউ হয়েছেন জয়ী, আবার কেউ পরাজিত।
অভিশপ্ত রাজপ্রাসাদ,চরম নিষ্ঠুরতার এক ঠিকানা। প্রাণহানি অনেকটা রাজার নিরাপত্তার স্বার্থে নিয়মে পরিণত হয়।
কোসেম সুলতান,উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর নারী ছিলেন।
সাতজন শাসকের রাজত্ব দেখার সৌভাগ্য হয় এই নারীর।
যে রাজপ্রাসাদে কোসেম ছিলেন সর্বসেরা; সেই প্রাসাদেই জীবনের শেষ মুহূর্তে কোসেমের করুণ পরিণতি ছিল অত্যন্ত দুঃখজনক।