
বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি কুয়েতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুয়েতের সাল্মিয়া এলাকার মিক্স ইয়াকি রেস্তোরাঁয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান।
সাধারণ সম্পাদক ইকবাল সিকদারের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মানিক মোল্লা,ফয়েজ আহমেদ, আব্দুর রাজ্জাক,মুরাদুল হক চৌধুরী, মনিরুজ্জামান রজু,সিকান্দার আলী,শাহ নেওয়াজ নজরুল, মীর শাহিন,কামরুজ্জামান টিটো, বাবুল শেখ,নুরুজ্জামান খান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতি মাহমুদুল হাসান তাদের বিভিন্ন কার্যক্রমে পরামর্শ দিয়ে সহায়তা করার জন্য উপস্থিত অতিথিবৃন্দের ধন্যবাদ জানান। এছাড়াও
বক্তারা বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির বিভিন্ন সমাজকল্যাণ মূলক কাজের কথা তুলে ধরে এর ভূয়সী প্রশংসা করেন।
শেষে সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলামের প্রয়াত মায়ের জন্য দোয়া করার পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি এবং অগ্রগতির জন্যও দোয়া করা হয়।