
জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সাবেক উপদেষ্টা,কুয়েতে বাংলাদেশি কমিউনিটির জ্যেষ্ঠ নেতা আজাদ মিয়া মেম্বার এর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ মে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন।
সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরীর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের উপদেষ্টা মোঃ আকবর হোসেন, আলীম উদ্দিন,প্রবাসী কমিউনিটি নেতা যথাক্রমে- হোসেন মোহাম্মদ আজিজ,সিকান্দার আলী, ফয়েজ কামাল,শাহ নেওয়াজ নজরুল,মনির হোসেন রজু,আব্দুল হাই ভূঁইয়া,বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মইন উদ্দিন সরকার সুমন,বাহার উদ্দিন,ইসমাইল হোসেন, আলম হোসেন,মাহমুদুল হাসান,আলা উদ্দিন আলা,ইসমাইল হোসেন হাওলাদার, তৌহিদুল আলম চৌধুরী, বাবুল শেখ,বিলাল উদ্দিন, এনামুল কবির মামুন,আবুল কাশেমসহ আরও অনেকে।
অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে বক্তব্য রাখেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন, এনডিসি, পিএসসি (অব:)।

এছাড়াও বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের সহ-সভাপতি সুরুক মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক আ হ জুবেদ,মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, সাংবাদিক আল আমিন রানা, আব্দুল অদুদ, ফয়সাল আহমদ,প্রবাসী সংগঠক ইকবাল সিকদার,কামাল হোসেন,মোহাম্মদ হানিফ মিয়া,মোয়াজ্জেম হুসেন,আমির মুন্সিসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত আজাদ মিয়া মেম্বারের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, আজাদ মিয়া নানাভাবে সমাজসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। নিশ্চয় তার কর্মের মধ্যদিয়ে বেঁচে থাকবেন অনন্তকাল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুয়েতে সকল শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা।
শেষে দোয়া পরিচালনা করেন আয়োজক সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা কাওসার আহমদ সেলিম।