
ধুধু মরুর বুকে কষ্টের যেমন নেই শেষ, আবার মাঝেমাঝে এই মরুর বুকে ফুলেরাও মন খুলে হাসে।
পার্কের চারপাশ দিয়ে হাটাহাটি করছি, জীবনে যদ্দিন বাঁচি; তাতে কোনো প্রশ্ন নেই।তবে জীবনে বেঁচে থাকা দিন গুলো যেনো সুস্থভাবে জীবনযাপন করতে পারি; আর সেজন্যই এই হাঁটাহাঁটি।
বসন্তের সকালে কোকিলের কুহুকুহু শব্দ হয়তো আরব অঞ্চলে শুনা যাবেনা; কিন্তু এখানে একটি চমৎকার দিক লক্ষণীয় যে, ক্লান্ত, পরিশ্রান্ত পাখির জন্য মানবিক মানুষ গুলো পানির ব্যবস্থা করে রেখেছেন।
মরু প্রান্তরে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত ও তৃষ্ণার্ত পাখি গুলো হয়তো মুখ খুলে বলতে পারবেনা যে, ওহে! দয়ালু মানব সন্তান আমাদের জন্য যা করেছে; তুমি সৃষ্টিকর্তা তার কল্যাণে আরো অনেক বেশি করো।
পাখির প্রার্থনা নিশ্চয়ই সৃষ্টিকর্তা শুনেন।
