
কথায় বলে ‘পারফিউম মেকস সাইলেন্ট টক’। কিছু না বলেই অনেক কিছু বলে দেয় সুগন্ধি।
পারস্য ভূখণ্ডে বসবাসরত নাগরিকরা সেই প্রাচীনকাল থেকেই সুগন্ধি প্রেমী।
ঈদের আমেজে সুগন্ধি বাজার মুখরিত সুগন্ধি প্রেমীদের পদচারণায়!
কুয়েতের প্রাচীনতম সুগন্ধি বাজার সুক আল-মোবারকিয়া। কুয়েতে ঈদুল ফিতরকে সামনে রেখে এবার এই সুগন্ধি বাজারে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা ছিলেন প্রচণ্ড ব্যস্ত,প্রত্যাশানুযায়ী আতর-পারফিউম বেচাকেনা হওয়াতে তারা সীমাহীন খুশি।
আরবের উত্তরাঞ্চলীয় পারস্য উপসাগরের প্রান্তে কুয়েত। রাজধানী কুয়েত সিটি ও লিবারেশন টাওয়ার এর পাশে ‘সুক আল মুবারাকিয়া’ নামে পরিচিত সুগন্ধি বাজার।
এই বাজারে প্রবেশ করা মাত্রই যে কারো মনে হবে যে, পুরো বাজারটি যেনো সুগন্ধে ভরপুর।
সুক আল মুবারাকিয়া’ কুয়েতের প্রাচীনতম বাজারগুলোর মধ্যে একটি।এবার ঈদুল ফিতরকে সামনে রেখে, রমজান মাসে প্রবাসী বাংলাদেশীরা তাদের সুগন্ধি পণ্য বেশি বিক্রি হওয়াতে সন্তুষ্টির কথা জানান
ওই বাজারেরই একজন সুগন্ধি ব্যবসায়ী আব্দুল হাই মামুন।
প্রবাসী এ ব্যবসায়ী বলেন, রমজান মাসের শুরুর দিকে মোটামুটি ব্যবসা হলেও, শেষের ১০ রমজান থেকে ঈদের আগের দিন পর্যন্ত সুগন্ধি পণ্য বেশি বিক্রি হয়ে থাকে।
মামুন জানান,সুক আল-মোবারকিয়াতে প্রায় দেড় হাজারেরও বেশি সুগন্ধি দোকান,এখানে অধিকাংশ দোকানই বাংলাদেশী মালিকানাধীন।
ঈদের পরে সুগন্ধি ব্যবসা খুব ভালো হবেনা,এমনটি ধারণা করেন আব্দুল হাই মামুন।
মামুন বলেন, আরব অঞ্চলে সুগন্ধি প্রেমী মানুষদের সুগন্ধির প্রতি ভালোলাগা আর ভালোবাসা তো আছেই, পাশাপাশি ধর্মীয় বিষয়ও এর সঙ্গে সম্পৃক্ত, কারণ সুগন্ধি “আতর” ব্যবহার করা সুন্নাত।