
বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত সুনামগঞ্জের
বেতাউকার কৃতিসন্তানদের উদ্যোগে এলাকার স্থানীয় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বেতাউকা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন স্থানীয় প্রবীণ মুরব্বি হাসিম উল্লাহ, হাজী লুৎফুর রহমান, বেনু মিয়া, মসুদ মিয়া,সুমন মিয়া ও রেজাউল করিম বাদশা।
প্রবাস থেকে যারা ইফতার সামগ্রী বিতরণের জন্য আর্থিক সহায়তা করেছেন। যথাক্রমে, সুরুক মিয়া,কাশেম,কাবালী,শিশু মিয়া,শামিম,আলামিন,লুৎফর রহমান, জাকির,কালাম,নাঈম, রিপন,আলাউর,তালহা,জাবেদ ও আমিনুর রহমান।