নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলার দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। আহত হয়েছেন অন্তত ৭০ জন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার সকাল ১০টার দিকে উপজেলার সিংহগ্রাম ও তেঘরিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে নিহত দুই ব্যক্তি হলেন- বকুল মিয়া (৩২) ও কদম আলী (২৮)। দুজনেই সিংহগ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ফল কেনাবেচা নিয়ে লাখাই এলাকার বুল্লাবাজারে ঈদের আগের দিন দুই যুবকের কথা কাটাকাটি হয়। যুবকদের মধ্যে একজন সিংহগ্রামের, অন্যজন তেঘরিয়ার বাসিন্দা। বিষয়টি মীমাংসার জন্য আজ এই দুই গ্রামের বাসিন্দাদের বৈঠক হয়। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। প্রবল বর্ষণের মধ্যে শুরু হওয়া সংঘর্ষে আশেপাশের কয়েক গ্রামের মানুষও যুক্ত হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। বকুল ও কদম নিহত হন। আহত হয়েছেন অন্তত ৭০ জন। আহতদের হবিগঞ্জ সদর ও লাখাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক অগ্রদৃষ্টিকে বলেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।