জগলুল হুদা, রাঙ্গুনিয়া ঃ দেশের অন্যান্য স্থানের ন্যায় রাঙ্গুনিয়ায় দলীয় প্রতীকে অনুষ্ঠেয় প্রথম পৌরসভা নির্বাচন আগামী বুধবার। এই উপলক্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সোমবার মাঠে নেমেছে। পৌর এলাকায় বিজিবি সদস্যের পাশাপাশি পুলিশের স্ট্রাইকিং র্ফোস ও র্যাব সদস্যদের টহল শুরু হয়ে গেছে। গতকাল সোমবার রাত বারটা থেকে পৌরসভাতে বহিরাগতদের অবস্থানের উপরও নিষেধোজ্ঞা আরোপকরা হয়েছে । নিয়মনুযায়ী সোমবার রাত থেকে প্রচারণা বন্ধ হওয়ায় সোমবার দিনভর শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। তবে কোন কোন জায়গায় বিএনপি প্রার্থীদের প্রচারণা চালাতে বাধা দেয়ার অভিযোগ করছেন বিএনপি মেয়র ও কাউন্সিলর প্রাথীরা। কোন কোন ওয়ার্ডে টাকার চড়াচড়ি চলারও অভিযোগ পাওয়া গেছে। এদিকে এবার পৌরসভা নির্বাচনের মেয়র পদে সব প্রার্থীই নতুন মুখ। মেয়র পদে প্রতিদ্বন্ধিতা রয়েছেন নৌকা প্রতীকে আওয়ামীলীগের শাহজাহান সিকদার, ধানের শীষ প্রতীকে বিএনপির হেলাল উদ্দিন শাহ, মোমবাতি প্রতীকে ইসলামী ফ্রন্টের আব্দুর রহমান জামী ও নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত ১১ মহিলা কাউন্সিলর প্রাথীর বেশির ভাগই আওয়ামী সমর্থীত প্রার্থী। মেয়র পদে নৌকা, ধানের শীষ ও মোববাতি প্রতীকের মধ্যে তুমুল প্রতিদ্বন্ধিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। নৌকা প্রতীক বর্তমান সরকার ও প্রশাসনের আনুগত্য পেলেও তেমনি ধানের শীষ প্রতীকেরও জনপ্রিয়তা রয়েছে। আবার নৌকা প্রতীকের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে মোমবাতি। এবার রাঙ্গুনিয়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪ শত ৮৯। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৫ শত ৯০ এবং মহিলা ভোটার ১০ হাজার ৮শত ৯৯। সবচেয়ে বেশি ভোটার ৩৯৫৩ জন সৈয়দবাড়ী ৮ নং ওয়ার্ডে। কম ভোটার ১৫৫০ জন নোয়াগাঁও বাচা শাহ নগর ২ নং ওয়ার্ডে। ভোট কেন্দ্র ১১টি, সাধারন ওয়ার্ড ৯টি, সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা- ৩টি, ভোট কক্ষ ৬৯ টি। এর মধ্যে প্রায় সবকটি ওয়ার্ডই ঝুঁকিপূর্ণ বলে সুত্রে জানা গেছে।