বিশেষ প্রতিনিধিঃ জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এবারো কৃতিত্ব দেখিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার খেলোয়াড়রা।
গত ২৮ ও ২৯ জুন ঢাকার শহীদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ-২০১৮ ও ১৯’-এর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলার কিক বক্সিং টিমের ৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় সারা দেশের খেলোয়াড়রা অংশগ্রহণ করলেও সেখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কিক বক্সিং খেলোয়াড়রা প্রতিযোগিতায় সফল্যময় কৃতিত্ব রেখেছে।
এবারের আয়োজনে গতবারের ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার খেলোয়াড়রা ২টি গোল্ড, ১টি সিলভার ও ৫টি ব্রোঞ্জ পদক অর্জন করে।
গোল্ড পদক পেয়েছে রুসলান রিয়াসাতাল আমিন ও লুদমিলা আরিশা আমিন।।
সিলভার পদক পেয়েছে রাশমিনা হোসাইন এবং ব্রোঞ্জ [এয়েছে মোহাম্মাদ জাফরুল ইসলাম, মাহমুদুল করিম, খালেদ সাইফুল্লাহ, মাহমুদ হাসান মানিক ও সাব্বির আহম্মেদ রাহুল।।
.