এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জের সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ষ্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে, নির্বাচন না দিয়ে প্রহসনের কমিটি গঠন করায় প্রধান শিক্ষকের প্রতি ক্ষুব্ধ অভিভাবক ও ছাত্র/ছাত্রীরা।
বীরগঞ্জ উপজেলার সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ষ্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৬ সহকারী প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র রায়ের নেতৃত্বে অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতায় ৬ এপ্রিল সকাল ৯টা হতে দুপুর ২টা পযর্ন্ত ভোট গ্রহনের মাধ্যমে আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দশম শ্রেণীর ছাত্র মোঃ ওমর ফারুক প্রধান কমিশনারের দায়ীত্ব পালন করেন। সহকারী কমিশনার হিসাবে তাকে সহযোগিতা করেন নবম শ্রেণীর ছাত্র মোঃ জুয়েল রানা ও অষ্টম শ্রেণীর ছাত্র মোঃ মাহিম হোসেন।
প্রধান কমিশনার ওমর ফারুক জানায়, ৬৩৫ জন ভোটার এর মধ্যে ৫৫০ জন ভোটার ৪টি বুথে তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। ষষ্ঠ শ্রেণীর ২, সপ্তম শ্রেণীর ৫, অষ্টম শ্রেণীর ৫, নবম শ্রেণীর ৩, দশম শ্রেণীর ১১ জন সহ মোট ২৬ জন প্রার্থী ভোট গ্রহনে অংশগ্রহন করেন। এদের মধ্যে ষষ্ঠ শ্রেণীর ছাত্র মেহেদী হাসান ৩৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়, তার নিকটতম রোখসানা খাতুন ১৯৮ ভোট পেয়ে প্রতিদ্বন্দীতা করেন, সপ্তম শ্রেণীর ছাত্র সারোয়ার হোসেন ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়, তার নিকটতম হালিমা আক্তার ১৬৬ ভোট পেয়ে প্রতিদ্বন্দীতা করেন, অষ্টম শ্রেণীর ছাত্র রবিউল ইসলাম ২২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়, তার নিকটতম নাজমা আক্তার ১৩৬ ভোট পেয়ে প্রতিদ্বন্দীতা করেন, নবম শ্রেণীর ছাত্র রেজওয়ান ইসলাম ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়, তার নিকটতম কলি রায় ১৮৫ ভোট পেয়ে প্রতিদ্বন্দীতা করেন, দশম শ্রেণীর ছাত্র রিমন আলী ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়, তার নিকটতম রোখসানা খাতুন ৮৮ ভোট পেয়ে প্রতিদ্বন্দীতা করেন। এসময় প্রিজাইডিং অফিসার হিসাবে দায়ীত্ব পালন করেন দশম শ্রেণীর জান্নাতুন ফেরদৌসী, তুহিন ইসলাম, মাহবুবা আক্তার ও রবিউল ইসলাম। পোলিং অফিসার হিসাবে দায়ীত্ব পালন করেন নবম শ্রেণীর তৃষ্টি বালা রায়, কানিজ জিলিয়ান, ফেরদৌসী খাতুন, সাবরিনা আক্তার, নেয়ামুল ইসলাম, ফাহিম ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আশিক শাহরিয়ার। দশম শ্রেণীর ৮ জন ছাত্র/ছাত্রী আইন শৃক্ষলার রক্ষা বাহিনী হিসাবে কাজ করেন।
সহকারী প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র রায় জানায়, প্রধান শিক্ষক ৮ মার্চ সরকারী পরিপত্রটি পেলেও তাদেরকে অবহিত না করায় নির্বাচনের বিলম্ব হয়। নির্বাচন চলা কালে সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম, গজেন্দ্র নাথ রায়, তহিরুল ইসলাম, খুরশিদা বেগম, আইয়ুব আলী, পরিচালনা পর্ষদের সদস্য তোবারক হোসেন তাবার, আজিজুর রহমান, আশরাফুল আলম সহ শিক্ষক/শিক্ষিকারা সার্বিক ভাবে ছাত্র/ছাত্রীদের সহযোগিতা করেন। বর্তমানে প্রধান শিক্ষক ভারতে চিকিৎসার জন্য রয়েছেন।
অভিভাবক সদস্য বিশ্বনাথ জানায়, বাংলাদেশ সরকার ষ্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৬ সারাদেশে ২১ মার্চ অনুষ্ঠিতর নির্দ্দেশ দেয়। উক্ত তারিখে প্রধান শিক্ষক আলহাজ ওবায়দুল ইসলাম সরকারের নির্দ্দেশ অমান্ন্য করেন। পরবর্তীতে বিভিন্ন চাপের মুখে ২৪ মার্চ ক্লাশে ক্লাশে গিয়ে ছাত্র/ছাত্রীদের স্বাক্ষর নিয়ে প্রহসনের কমিটি গঠন করে। তারই প্রতিবাদে ২৮ মার্চ ছাত্র/ছাত্রীরা বিদ্যালয়ে আন্দোলন করলে সহকারী প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র রায় তাদের নির্বাচনের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন বন্দ করে।