দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, লেখাপড়ার পাশাপাশি মেধা ও মননশীলতা বিকাশে মানুষের জীবনে একটি উলেখযোগ্য অধ্যায় হচ্ছে খেলাধুলা। জীবনকে আরো সৌন্দর্য্য-মন্ডিত করে গড়ে তুলতে খেলাধুলার কোন বিকল্প নেই।
শনিবার রাতে দিনাজপুরের কাহারোল উপজেলা ২নং রসুলপুর ইউনিয়নে বলেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরন ও বিচিত্রাঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ক্রীড়াঙ্গন ও ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধের শিক্ষা দেয়। আর শিক্ষার্থীদের মধ্যে যদি শৃঙ্খলাবোধ না থাকে তাহলে ভবিষ্যতে তোমরা ভালো মনের মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না। তাই সকল শিক্ষার্থীকে ভাল লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলাবোধের শিক্ষাও গ্রহন করা উচিত।
তিনি আরো বলেন, বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি আত্ম-মর্যাদাশীল উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে চায়। সেই ক্ষেত্রে আমরা মনে করি নবীন ও তরুন প্রজন্মের শিক্ষার কোন বিকল্প নাই। আগামীতে সুখি-সমৃদ্ধিশীল বাংলাদেশ বিনির্মানের কারিগর হচ্ছে আজকের প্রজন্ম।
বলেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাজেন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, ২নং রসুলপুর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি ভূপেন্দ্র রায়। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বলেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার দেবনাথ। অনুষ্ঠানটির পরিচালনা করেন বলেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল হান্নান।