জগলুল হুদা, রাঙ্গুনিয়া : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার একাধারে রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক। তরুন বয়সে তিনি একাধিক মঞ্চ নাটকে অভিনয় করে বেশ সাড়া জাগিয়েছেন। বর্তমানে রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ। নির্বাচনে পৌরসভাকে আধুনিকায়ন ও পৌর নাগরিকদের পরিপূর্ন নাগরিক সুবিধা দিতে নৌকা প্রতিকে তিনি প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন। শাহজাহান সিকদার বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ১৯৯৪ সনে রাঙ্গুনিয়া হাই স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করি। পৌরবাসীরা নাগরিক অধিকার বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন ধরে। পৌরসভার উন্নয়ন ও নাগরিকদের কথা বিবেচনা করে নির্বাচন করছি। পৌরসভার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পৌরবাসী আমাকে রায় দেবেন আশা করছি। তিনি নির্বাচিত হলে কি কাজ করবেন জানাতে চাইলে তিনি জানান, আমার প্রথম কাজ হবে রাজস্ব আদায়কে বাড়ানো। রাজস্ব আদায় হলে পৌর এলাকার উন্নয়ন কাজ ত্বরান্বিত হবে। পৌরসভার নাগরকিরা দীর্ঘদিন যাবত পরির্পূন পৌর সুবিধা থেকে বঞ্চিত। পৌর নাগরিকদের পৌর সুবিধা বাড়াতে ও পৌরসভাকে এ গ্রেডে উন্নীত করতে আমার প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শামসুল আলম বলেন, রাঙ্গুনিয়া আওয়ামী লীগে কোনো বিভাজন নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা তুলে দিয়েছেন তার পক্ষে সবাই কাজ করছে। পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আসলাম খাঁন বলেন, পৌর আওয়ামী লীগে কোনো বিবাদ নেই। যেহেতু আমি দলের বাইরে যেতে পারিনা। দল থেকে যাকে মনোনয়ন দিয়েছেন তার পক্ষে আমরা সবাই কাজ করছি। নৌকা প্রতিকে সবাই রায় দেবেন সেটাই আশা করছি