রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ও দক্ষিন রাজা নগর ইউনিয়নে পৃথক অগ্নিকান্ডে দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে দুই অগ্ন্কিান্ডের সূত্রপাত হয়েছে বলে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ নারায়ন চক্রবর্তী জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের হাজী পাড়া গ্রামে সোমবার (১৫ মার্চ) দিনগত রাত দেড়টায় জনৈক মো. শামসুল আলমের বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে হঠাৎ আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখায় পাশ্ববর্তী মো. লোকমান, মো. জাহাঙ্গীর ও ফয়জুল কবিরে কাঁচা ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে ৪ বসতবাড়ির নগদ টাকা মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে রাঙ্গুনিয়া ও কাপ্তাই ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এদিকে মঙ্গলবার সকাল ৯ টায় দক্ষিন রাজা নগর ইউনিয়নের ধামাইর হাটে মেসার্স লাকি লাকড়ি দোকানে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন ধরে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস কর্মীরা যাওয়ার আগেই স্থানীয় ব্যবসায়ীরা দোকানের আগুন নিভিয়ে ফেলে।