অগ্রদৃষ্টি ডেস্ক।। সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ
আর নেই।রোববার সকাল ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা
যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার
জেনারেল (অব.) আবদুল মজিদ ভুইয়া বিষয়টি
জানান।সেখানে গত ১৪ জানুয়ারি স্পাইনাল কডের সমস্যা,মাথার পেছনে ও ঘাড়ে ব্যথা নিয়ে হাসপাতালে
ভর্তি হন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদ।
এরপর ২১ জানুয়ারি সকালে তার স্পাইনাল কডের
(মেরুদণ্ডের হাড়) অপারেশন করা হয়। অপারেশনের
পরপরই আইসিইউতে নেওয়া হয় আলতাফ মাহমুদকে।
পোস্ট অপারেটিভ জটিলতায় তিনি ইন্তেকাল
করেন। হাসপাতালে অপর সাংবাদিকত নেতা মনজুরুল
আহসান বুলবুলও আলতাফ মাহমুদের মৃৃত্যুর খবর
সাংবাদিকদের জানান।
প্রধানমন্ত্রীর শোক
এদিকে, আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক
প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, মৃত্যুর খবর পাওয়ার পর গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অগ্রদৃষ্টি পরিবারের শোক
সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীরে
শোক প্রকাশ করেছে অগ্রদৃষ্টি অনলাইন টিভি ও পত্রিকা পরিববার।অনলাইন অগ্রদৃষ্টি সম্পাদক আ হ জুবেদ এক বার্তায় এ গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্নার মাগেফেরাত ও শোক সন্তপ্ত পরিববারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।