আ হ জুবেদ:
দৃষ্টিনন্দন সিলেট,পরম ভালোবাসার সিলেট,ভবিষ্যৎ প্রজন্মের সিলেট।
দূরদেশে থেকে শুনছি, দেখছি অজস্র কান্না এ যেনো বুকে লেগেছে বুলেট।
বানভাসি মানুষের চরম অসহায়ত্বের দৃশ্যপট ছড়িয়ে পড়েছে চতুর্দিকে।
বস্ত্রহীন, গৃহহীন ও অন্নহীন অগণিত মানুষ’র দৃষ্টি আশ্রয়স্থল কোনো বৃক্ষে।
কত হাসি আর অফুরন্ত আনন্দ ছিল গতকালও, আজ সব আকস্মিক বিলীন হয়ে গেলো।
নেই কোথাও উৎসব,বাংলার প্রাণ কৃষকের কর্মচঞ্চল সকাল আর শহুরে পরিবেশ,
আজ সবই গতকালের অতীত, বড়ই কষ্টে ক্ষণ করছে যাপন পূণ্যভুমির দেশ।
আমরা আছি সুস্থ ও নিরাপদ স্থলে খুব ভালো ও সুন্দর পরিবেশে,
ওরা আজ খুব অসহায় ও নিরুপায়, চলুন একসাথে দাঁড়াবো বানভাসি মানুষের পাশে।