তুহিন মাহমুদ, বিশেষ প্রতিনিধি(ইউরোপ) গত ১৩ ডিসেম্বর মিলানের স্হানীয় গান্ধি রেস্তরায় মিলান লোম্বারদিয়া আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে পালিত হলো মরহুম ইউনুছ আলি খানের স্মরনে আলোচনা সভা।
তোফায়েল আহমেদ খান তপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম কাওছারের পরিচালনায় মিলান স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ইউনুছ আলি খানের বর্নাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন সভার প্রধান অতিথী লোম্বারদিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ: মান্নান মালিথা,প্রধান বক্তা সাধারন সম্পাদক নাজমুল কবির জামান, বিশেষ অতিথী বিশিস্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব আকরাম হোসেন,দেলোয়ার হোসেন মোল্লা,আলি আহমেদ,রয়েল তালুকদার, কবিরুল আলম, যুবলীগের সভাপতি খান মামুন,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হ্বাজী শাহআলম,ইতালি আওয়ামী পেশাজীবি লীগের সভাপতি তুহিন মাহামুদ,শ্রমিক লীগের সভাপতি মজিবুর রহমান হাং,সরোয়ার হোসেন মোল্লা,খান রহমান,সাইম আজাদ,যুবলীগের সাধারন সম্পাদক শফিউদ্দিন,শ্রমিক লীগের সহ সভাপতি মুনছুর খালাসী,পেশাজীবি লীগের সিনিয়র সহ সভাপতি আলমগির হাং, আওয়ামী লীগ ব্যক্তিত্ব আরফান সিকদার,সরোয়ার হোসেন, শানু সরদার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ মরহুম জনাব ইউনুছ আলি খানের বিদেহী আত্নার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করেন মাওলানা শেখ সাইদ।