এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অষ্টম জাতীয় বেতন স্কেল বাতিল ও তা পুনঃনির্ধারনের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বুধবার সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করার কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অষ্টম জাতীয় বেতন স্কেল বাতিল ও তা পুনঃনির্ধারনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত বৈষম্যমূলক ৮ম জাতীয় বেতন স্কেল বাতিল এবং পূণঃনির্ধারণের দাবি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রাণের দাবি। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এ দাবি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে। এসময় বক্তারা অষ্টম জাতীয় বেতন স্কেলকে বৈষম্যমূলক আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানান এবং কাক্সিক্ষত এই যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভদৃষ্টি কামনা করেন।
দাবি না মানলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের সমন্বয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে মানববন্ধন থেকে ঘোষনা দেয়া হয়েছে ।
মানববন্ধন কর্মসুচিতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড.সিরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মতিউর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. কে.এম. মহিউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ড. মোঃ আনিসুর রহমান আনিছ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই