জাকির সিকদার সাভার থেকে : সাভার পৌরসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম প্রদান করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল থেকে সাভার উপজেলা মিলনায়তন কক্ষ থেকে প্রতিটি কেন্দ্রেরে প্রিজাইডিং কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের হাতে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ যাবতীয় সরঞ্জামাদি তুলে দেওয়া হয়। এ ব্যাপারে সাভার পৌরসভার রিটার্নিং কর্মকর্তা শাহা আলম জানান, দুপুর থেকে পৌরসভার বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার ৮০টি কেন্দ্রে পুলিশি পাহারায় পাঠানো হবে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, প্যাড, সিল, কালিসহ অন্যান্য উপকরণ। তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠ করতে ইতিমধ্যে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তাদেরকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান, প্রত্যেক কর্মকর্তাকে রাতে নিজ নিজ কেন্দ্রে অবস্থানসহ ভোট গ্রহনের সময় প্রত্যেককে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের যথাযথাভাবে পালনে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কর্মকর্তা নির্দেশ অমান্য করেন এবং কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
রিটার্নিং কর্মকর্তা শাহা আলম আরো আরও বলেন, নির্বাচন চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও ২৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। সাথে থাকছে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা।
এবার সাভার পৌরসভা নির্বাচনে এক লাখ ৬৯ হাজার, আটশ ৫৪ জন ভোটারের বিপরীতে সাতজন মেয়র, ১৩ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও ৫৫ জন সাধারাণ কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।