সাংবাদিকরা জাতির বিবেক, স্বভাবতই দেশ, জাতি তথা সমাজের কল্যানার্থে তারা কাজ করবেন। সত্য ও বাস্তবতা জাতির সামনে তারা তুলে ধরবেন।
জালালাবাদ অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন,জালালাবাদ অ্যাসোসিয়েশন’র সভাপতি সি এম কয়েস সামি।
তিনি আরো বলেন,ঢাকায় বসবাসরত সিলেটি সাংবাদিকদের উন্নয়নে জালালাবাদ সাংবাদিক সমিতির যে কোন উদ্যোগে আপনাদের পাশে থাকবে জালালাবাদ অ্যাসোসিয়েশন।
শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানী কাওরানবাজারের জালালাবাদ অ্যাসোসিয়েশন ভবনে জালালাবাদ সাংবাদিক সমিতি ঢাকার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন’র সহ-সভাপতি আব্দুল মজিদ চৌধুরী,জালালাবাদ সাংবাদিক সমিতির সভাপতি সৌমিত্র দেব ,সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নান , সহ-সভাপতি এম এ রকিব খান, সাধারণ সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর ,যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক শিকদার, যুগ্ম সম্পাদক ফজলে রাব্বি স্মরণ,
অর্থ সম্পাদক আনহার সামশাদ ,সাংগঠনিক সম্পাদক সালাম মাহমুদ, প্রচার সম্পাদক সাখাওয়াত লিটনসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে জালালাবাদ সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত আহবায়ক কমিটির সভায় আহবায়ক সৌমিত্র দেব এর সভাপতিত্বে ও সদস্য সচিব আনহার সামশাদ এর পরিচালনায় অনুষ্ঠানে সর্বসম্মতি ক্রমে ৩৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।