জাকির সিকদার : সাভারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সাভারে ৩০টি গির্জায় বড় দিন পালিত হয়েছে। শুক্রবার সকালে খ্রীস্টান অধুষ্যিত সাভারের সবচে বড় চার্চ ধরেন্ডা ক্যাথলিক চার্চে খ্রীস্টান ধর্মাবলম্বীরা শুভ বড় দিন উপলক্ষে দলে দলে জমায়েত হতে থাকেন। দিনব্যাপী চলে নানা
আচার অনুষ্ঠান ও আনন্দ উৎসব। বসেছে মুড়ি মুড়কির মেলা। বড়দিন উপলক্ষে খ্রীস্টান ধর্মীয় নারী পুরুষদের গীর্জায় চলে আরাধনা, বিভিন্ন পাড়া মহল্লার শিল্পীদের অংশ গ্রহণে চলে কৃর্তন প্রতিযোগিতা।
বড় দিনে ক্যাথলিক ও ব্যাপস্টিট সম্প্রদায় মনে করেন যীশু তাদের আলোর পথ দেখিয়েছেন, জ্ঞানের পথ দেখিয়েছেন। দিনটি উপলক্ষে সাভারে আনন্দপুর চার্জ, শিমুলতলা গির্জা, কমলাপুর ক্যাথলিক চার্জ, দেওগাঁও চার্জসহ সাভারে ক্যাথলিক ও ব্যাপস্টিট সম্প্রদায়ের ৩০টি চার্চ সেজেছে অপরূপ সাজে। সাজানো হয়েছে খ্রীসমাস ট্রি।
ধরেন্ডা চার্চে ক্যাথলিক পুরোহিত্য করেন ফাদার ড. কমল কোরাইয়া। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ধরেন্ড গীর্জাগুলিতে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন ছিল।