রাজনগর প্রতিনিধি : রাজনগর উপজেলা ছাত্রলীগের সকল কর্যক্রম স্থগিত করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে রাজনগর ডিগ্রী কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ওই দিন রাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা ছাত্রলীগের বলে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, রাজনগর ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র রুয়েল আহমদ ও স্নাতক প্রথম বর্ষের ছাত্র রাহী খানের মধ্যে মঙ্গলবার দুপুরে বাকবিতন্ডার ঘটনা ঘটলে রাহী খান রুয়েল আহমদকে চড়-থাপ্পড় দেন।
এনিয়ে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে কলেজে জড়ো হলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা পিপিএমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠি চার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের রাহী খান, রিপন, দিপঙ্কর দেব, তোফায়েল ও খোকন আহত হয়। আহত রাহী খান ও রিপন মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ মঙ্গলবার রাতেই এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে রাজনগর উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের কার্যক্রম স্থগিত করে। জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনির যৌথ স্বাক্ষরে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয় ‘সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এবং সংগঠনের স্বার্থ রক্ষার্থে আগামীতে একটি সুন্দর সু-গঠিত কমিটির গঠনের লক্ষ্যে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত মৌলভীবাজার জেলা শাখার নেতৃত্বাধীন রাজনগর উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হল।’
জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি বলেন, শৃঙ্খলা বজায় ও সবাইকে নিয়ে সু-গঠিক একটি কমিটি দেয়ার লক্ষ্যের রাজনগর ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিগ্রই নতুন কমিটি গঠন করা হবে।