রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা মার্কা প্রতীককে জয়ী করতে দলীয় নেতাকর্মীরা একাট্টা হয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন। ব্যক্তির চেয়ে দল বড় এই মন্ত্রকে প্রাধান্য দিয়ে নেতাকর্মীরা মাঠ পর্যায়ে কাজ করার প্রস্তুতি নিয়েছেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে দলীয় মেয়র প্রার্থী মো. শাহজাহান সিকদারের সমর্থনে আয়োজিত পৌরসভা আওয়ামীলীগের বর্ধিত সভায় নেতাকর্মী ও বক্তারা এই প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বক্তারা বলেন, রাজনীতির মাঠে প্রতিযোগীতা থাকতে পারে প্রতিহিংসা নয়। ব্যক্তির সাথে দ্বিধাদ্বন্ধ থাকলেও বঙ্গবন্ধুর নৌকা’র সাথে কারো দ্বিমত থাকতে পারেনা। নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়। রাঙ্গুনিয়ায় আওয়ামীলীগ ড. হাছান মাহমুদের নেতৃত্বে ঐক্যবদ্ধ সেটা নৌকা মার্কার প্রার্থীকে সুষ্ঠু ভোটের মাধ্যমে জিতিয়ে এনে প্রমাণ করতে হবে নেতাকর্মীদের। সভায় তৃণমূলের আটজন নেতা দলের কাছে মনোনয়ন চেয়েছেন জানিয়ে বক্তারা বলেন, মনোনয়ন প্রতিযোগীতায় এগিয়ে থাকায় দলের কেন্দ্রিয় নেতারা সবদিক বিবেচনা করে শাহজাহান সিকদারকে মনোনয়ন দিয়েছেন। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আমাদের ভিন্ন চিন্তা করার কোন সুযোগ নেই। তাই দ্বিধাদ্বন্ধ ভুলে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে আওয়ামীলীগসহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আসলাম খাঁনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাউন্সিলর মো. সেলিমের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীন আওয়ামীলীগ নেতা ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব জহির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মেয়র প্রার্থী ও উত্তর জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার, কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইদ্রিছ আজগর চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সহসভাপতি আবদুল মোনাফ সিকদার, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি রাখাল চন্দ্র দাশ, আওয়ামীলীগ নেতা ওসমান গণি চৌধুরী, ওমর ফারুখ চৌধুরী, আকতার হোসেন খাঁন, মোহাম্মদ আলী তালুকদার, লোকমানুল হক চেয়ারম্যান, আবদুল কাইয়ুম তালুকদার, এম এ মান্নান চৌধুরী, ইকবাল হোসেন, আবু তাহের, নজরুল কাদের, রাজু বড়–য়া, মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, মফজল আহমদ কন্ট্রাক্টর, পৌরসভা আ’লীগের যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, আ’লীগ নেতা হারুন মাতব্বর, কাউন্সিলর মো. নাছের, পৌর আওয়ামীলীগ নেতা আজিমুল কদর, মো. তাহের, দিদারুল আলম, লোকমানুল হক তালুকদার, ফজলুল করিম তালুকদার, মো. হারুন, প্রসেনজিৎ বড়–য়া, পৌরসভা ছাত্রলীগের সভাপতি ইউসুফ রাজু প্রমূখ। সভায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী শাহজাহান সিকদারকে হাত তুলে পরিচয় করিয়ে তৃণমূলের নেতাকর্মীদের হাতে তুলে দেন সিনিয়র নেতারা।