ঢাকা প্রতিনিধি: বৃষ্টি স্নানে প্রকৃতিকে ভিজিয়ে শুরু হলো ছুটির দিন শুক্রবারের সকাল। সূর্যোদয়ের কিছুক্ষণ পরেই মুষলধারে বৃষ্টি নামে রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু স্থানে। থেমে-থেমে দিনব্যাপী এ বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
অধিদফতর আরও জানায়, দেশের বিভিন্ন স্থানে ভিন্ন-ভিন্ন সময়ে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকু ওয়েদার বলছে, শুক্রবার সারাদিন এবং সন্ধ্যায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবারও ঝড়সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।