অগ্রদৃষ্টি ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের পক্ষে বুধবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ আবেদন (রায় পুনর্বিবেচনা) দায়ের করা হবে।
মঙ্গলবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ শেষে তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে মঙ্গলবার বেলা ৩টায় অ্যাডভোকেট শিশির মনিরের নেতৃত্বে পাঁচ আইনজীবী ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে যান। ৩টা ৫৫ মিনিটে তারা বের হয়ে আসেন।
অন্য আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট মশিউল আলম, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও আসাদ উদ্দীন।
কারাগারে যাওয়ার আগে অ্যাডভোকেট শিশির মনির বলেন, ‘রিভিউ আবেদন করার জন্য আইনি পরামর্শ করতেই মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা।’
মানবতাবিরোধী অপরাধের মামলায় আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে ফাঁসির দণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায়ে ফাঁসির দণ্ড বহাল থাকে।