এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) থেকে ঃ দিনাজপুরের বীরগঞ্জে গত বছরের ন্যায় বীরগঞ্জ সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় পৌর শহরের তাজমহল সিনেমা হল সংলগ্ন অস্থায়ী কার্যালয়ের সামনে উক্ত ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুুল ইসলাম। বীরগঞ্জ সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মোঃ মীর কাসেম লালুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রভাষক নীল রতন সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও অন লাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিনের সম্পাদক আলহাজ্ব জাকারিয়া জাকা, বিশিষ্ট সমাজ সেবক আলাহাজ্ব মোঃ মকছেদ আলী, আলহাজ্ব মোঃ মোস্তাক হোসেন, মোঃ করিমুল হক চৌধুরী, মোঃ রাজেউর রহমান রাজু, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির বীরগঞ্জ এরিয়া পরিচালক মোঃ আইয়ুবুল ইসলাম মিন্টু, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোছাদ্দেক হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৫শতাধিক হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, সংগঠনের সদস্যরা নিজেরা মাসে ১০০টাকা হারে চাঁদা জমিয়ে প্রতি বছর এলাকার হত দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আসছে।