এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বীরগঞ্জে ব্যবসায়ীকে অস্ত্রেরমুখে জিম্মি করে ৩ লক্ষ টাকা চাঁদা দাবী। ঘরে আটকিয়ে রেখে নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক ফাঁকা ষ্ট্যাম্পে সহি করে নেওয়ার অভিযোগ। থানায় মামলা দায়ের।
মামলার এযাহার সূত্রে জানাযায়, ময়মনসিংহ জেলার এিশাল পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃতঃ সামসুদ্দিনের পুত্র মোঃ জসিমউদ্দিন ও তার ভাই মোঃ রফিকুল ইসলাম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর গ্রামে জমি ক্রয় করে স্থায়ীভাবে বসবাস ও ব্যাবসা বানিজ্য করিয়া আসিতেছিল। ঠাকুরগাঁও জেলার গড়েয়াহাটে তাদের একটি সুমাইয়া এন্টারপ্রাইজ নামে একটি ব্যাবসা প্রতিষ্ঠ্যান রহিয়াছে। সন্ত্রাসীরা দুই ভাইয়ের ব্যাবসায়িক উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে তাদেরকে অর্থনৈতিক ভাবে ক্ষতিসাধন করার জন্য বিভিন্ন পরিকল্পনা করতে থাকে। পরিশেষে গত ১১/০৯/১৫ইং ব্যাবসায়িক কাজে জসিমউদ্দিন বাড়ী থেকে বের হলে ঝলঝলী গ্রামের হাজী অব্দুস সাত্তারের পুত্র ডলার ব্যবসায়ী শীর্ষ সন্ত্রাসী শাহাজাহান (৪০) এর নেতৃত্বে ময়মনসিংহ জেলার পাচুলি পাগলা বাজার এলাকার মৃতঃ কসমত আলীর পুত্র চাঁদাবাজ নজরুল ইসলাম (৩৫) সহ সন্ত্রাসী চক্র তাকে তুলে নিয়ে গিয়ে একটি ঘরে আটকিয়ে রেখে নির্যাতন ও অস্ত্রেরমুখে জিম্মি করে জোরপূর্বক ফাঁকা ষ্ট্যাম্পে সহি করে নেয়। এঘটনায় ব্যবসায়ী জসিম উদ্দিন বাদী হয়ে ৭ জনকে আসামী করে গত ১৬/০৯/২০১৫ইং তারিখে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর-১২। আসামী মোঃ মুকুল (৪০) ঢাকা জেলার উত্তরা ১২ নং সেক্টর রোড নং ৬ ফ্লাট নং এ-৪ বাড়ি নং-৫, ঝলঝলী গ্রামের হাজী অব্দুস সাত্তারের পুত্র গড়েয়া মাদ্রাসার শিক্ষক জামাত নেতা হাবিবুর রহমান (৬০), আরাজি লস্করা গ্রামের মৃতঃ বাংরু আজিজের পুত্র নবী হোসেন (৪২), সিংড়া এলাকার মোঃ মনুমিয়া (৫০), ঠাকুরগাঁও সদরের চন্ডীপুর গ্রামের মফিজ এর পুত্র মোতালেব (৪০) সহ নজরুল ইসলাম ও শাহাজাহান আলী।
বাদী জসীম উদ্দিন জানায়, ব্যাবসায়ীক কাজে যাওয়ার সময় চাঁদাবাজ সন্ত্রাসীর সঙ্গবদ্ধ চক্রটি অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তাকে ঝলঝলী নামক স্থানে পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে আরও ৩ লক্ষ টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে জামাত নেতা হাবিবুর রহমানের বাড়ীতে আটকিয়ে রেখে মারধর করে জোড় পূর্বক ৩ শত টাকার ফাঁকা ষ্ট্যাম্পে সাক্ষর নেয়। এ সময় তার চিৎকারে সাবেক ইউপি সদস্য আবু হানিফা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল কাদের, মোঃ অকবর আলী, মোঃ আব্দুল জলিল সহ আশেপাশের লোক জন ছুটে এসে জসিমকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা শেষে বাড়িতে পৌচেয়ে দেয়। তিনি আরো জানায়, মামলা করার কারনে ডলার ব্যবসায়ী সন্ত্রাসী চাঁদাবাজরা তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছে তার পরিবার। একটি মহল ডলার ব্যবসায়ী সন্ত্রাসী চাঁদাবাজদের রক্ষার জন্য দৌড়ঝাপ শুরু করেছে।
এ ব্যাপারে বীরগঞ্জ থানা ওসি তদন্ত মোঃ ফখরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মামলার তদন্তে সত্যতা পাওয়া গেছে এবং এ ব্যাপারে আইন গত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সাংবাদিকদের জানান।