বাংলাদেশে এক সপ্তাহের কম ব্যবধানে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই হত্যাকাণ্ড সুপরিকল্পিত।
তবে দেশে আই-এসের মতো কোন সংগঠন তৎপর নয়।
এই হত্যাকাণ্ডকে আওয়ামী লীগ সরকারের অর্জনকে ছোট করে দেখানোর ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি।
এতে বিএনপি জামাতের মদদ আছে বলে তিনি মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রে একটি কলেজে গুলিতে ১০ জনের হত্যাকাণ্ড আর অস্ট্রেলিয়ায় পুলিশের কার্যালয়ের বাইরেই গুলিতে দুজনের মৃত্যুর বিষয়টিতে তারা রেড এলার্ট জারি করেনি।
বাংলাদেশে এরকম ঘটনায় এত উদ্বেগ কেন সেনিয়ে প্রশ্ন করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন সৌদি কূটনীতিক হত্যাকাণ্ডের ঘটনায় বিচার হয়েছে।
এই হত্যাকাণ্ডেরও বিচার হবে।
জাতিসংঘে সাধারণ পরিষদে ভাষণ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের পর দেশে ফিরে সফরের বৃত্তান্ত নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব মন্তব্য করেন।