
বাংলায় কথা বলে ইউটিউবে রমরমা ব্যবসা করছেন; আবার “বাংলাদেশি” জাতীয়তাকে তুচ্ছতাচ্ছল্য করেও কথা বলছেন।
আমি’ই প্রথম বাংলাদেশি যে, চিঠি দিয়ে স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ করেছি।বলছিলাম বনি আমিনের কথা।
কিছুদিন আগে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক বনি আমিন এমনই একটি উক্তি করেছিলেন।

নাম বনি আমিন,কথা বলার স্টাইল অন্য দশজনের চেয়ে আলাদা। অনেকটা ধারাভাষ্যকার চৌধুরী জাফর উল্লাহ সরাফতের মত।বর্তমানে অস্ট্রেলিয়ার বাসিন্দা তিনি।সস্তা ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ পরিচিতি তার।
অন্যদিকে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক হয়ে বেশ দাম্ভিকতাও দেখান এই ইউটিউবার।

বলতে চাই, স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ করেছেন “এটি আপনার পছন্দের স্বাধীনতা” বাংলাদেশি নাগরিক হয়ে বসবাস করতে চান না খুবই ভালো কথা, কিন্তু বাংলায় কথা বলে ” বাংলা কনটেন্ট তৈরি করে” ইউটিউভ জগতে রমরমা ব্যবসা তো করছেন ঠিকই।
সম্পাদকীয়: আ হ জুবেদ