ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ছবির মাধ্যমে কটূক্তি করায় খাগড়াছড়ির দীঘিনালায় মো. রবিউল আলম (২৫) নামে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকালে উপজেলার নতুন বাজার থেকে তাকে আটক করা হয়।
রবিউল দীঘিনালার জামতলির বাঙ্গালী পাড়া এলাকার মৃত মোবারক মাস্টারের ছেলে এবং স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ফেসবুকে নিজের আইডি থেকে প্রধানমন্ত্রী সর্ম্পকে নানা ধরনের অশালীন ছবি পোস্ট করে কটূক্তি করেছে রবিউল। এই বিষয়ে অভিযোগ পেয়ে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে আটক করা হয়।
এদিকে দীঘিনালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু বাদী হয়ে রবিউলকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।