এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধি: একুশে ফেব্রুয়ারী মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পথশিশুদের নিয়ে বর্ণমালা শিক্ষামুলক একটি অনুষ্ঠান আয়োজিত হয়।
রাজধানীর কুড়িল বিশ্বরোডের সংলগ্ন শেরে বাংলা হাই স্কুলে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে পথশিশুদের নিকট বর্ণমালা ও ভাষার ইতিহাস শিক্ষাদান, টি-শার্ট, খাবার ও বিভিন্ন সামগ্রী বিতরন করেছে, ইয়ুথ ফর বেটার সোসাইটি, ফার্মাসিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ, সার্কেল সংগঠন গুলো।
সকাল থেকে মধ্য দুপুর পর্যন্ত চলে এই মহতী উদ্যোগ। অনুষ্ঠান শেষে বিশ্বরোড ও এয়ারপোর্ট সংলগ্ন পুরো এলাকার গিয়ে সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝেও খাদ্যসহ সামগ্রী পৌছিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ই বি এফ এর সেক্রেটারি মেহেদী, পি ডব্লিউ এ বি এর সদস্য সাদ, সিরাজগঞ্জ মেডিকেল এর ছাত্র শিমুল এবং নর্থসাউথ ইউনিভার্সিটির মেধাবী ছাত্রছাত্রী বৃন্দরা।
এই আওয়োজনে ১৫০ উপরে খাদ্য সরবারহ, প্রায় ১২০ টি-শার্ট এবং প্রত্যেককে সাবান, বিস্কুট, কলম, নোট বুক বিতরন করা হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই