অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
আগামী ২২ মার্চের ইউনিয়ন পরিষদ নিবার্চন সামনে রেখে উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বরিশালের আগৈলঝাড়ায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা ৫টি ইউনিয়নে র্যাব ও পুলিশের যৌথ উদ্যেগে সুষ্ঠু নিবার্চন লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষার্থে মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার নেতৃত্ব দেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ। এসময় তার সাথে ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, বরিশাল র্যাব-৮’র ডিএডি মো. মতিউর রহমানসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।