ঢাকা: পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিলটি ধানমন্ডি লেকের প্রতীকী ‘কারবালার প্রান্তরে’ অবস্থান নিয়েছে।
বুধবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় মিছিলটি সায়েন্সল্যাব, সীমান্ত স্কয়ার হয়ে ধানমন্ডি লেকে প্রবেশ করে। এখানে মিছিলে অংশগ্রহণকারীরা কিছুক্ষণ অবস্থান করবে।
এর আগে সকাল ১০টার দিকে পুরান ঢাকার ঈমামবাড়া থেকে মিছিলটি বের হয়।
মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতীকী ‘কারবালার প্রান্তরে’ জোহরের নামাজ আদায় শেষে মিছিলটি আবার বিভক্ত হয়ে হোসেনি দালানের দিকে ফিরে যাবে।
মিছিলে অংশগ্রহণকারী গালিব অগ্রদৃষ্টিকে বলেন, এবারের তাজিয়া মিছিলটি অন্যরকম। মিছিলের রাস্তা ও নিয়ম পরিবর্তন হয়। পুরো রাস্তায় পুলিশ আমাদের ঘিরে নিয়ে এসেছে।
হোসেনি দালানের ইমামবাড়ার খাদেম সৈয়দ আওলাদ হোসেইন বলেন, এই দিনটি আমরা শিয়া সম্প্রদায় খুব পবিত্রতার সঙ্গে ইমাম হোসেন (রা:) কে স্মরণ করি। ধর্মীয় রীতি মেনে শোক পালন করি। অন্যবারের থেকে পরিস্থিতি আলাদা হলেও সবাই উৎসাহ নিয়ে অংশ নিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার ছিলো বলেও জানান তিনি।