অগ্রদৃষ্টি ডেস্ক: কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দলীয় প্রতীকে স্থানীয় সংস্থার নির্বাচন করা, জনগণের ক্ষমতায়নের বদলে ক্ষমতাসীনদের গদি আঁকড়ে থাকার সুযোগ সৃষ্টি করবে। এর ফলে দেশে বিদ্যমান দুটি বুর্জোয়া দলের একচেটিয়া প্রাধান্য বজায় রাখার সুযোগ করে দেবে।
সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ পার্টির পক্ষ থেকে মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
বিবৃতিতে তারা আরও বলেন, টাকার খেলা, পেশিশক্তির ব্যবহার, প্রশাসনিক কারসাজি, সাম্প্রদায়িক প্রচারণা ইত্যাদি থেকে নির্বাচনকে মুক্ত করাটা সবচেয়ে জরুরি কর্তব্য বলে বিবেচনা করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রয়োজন মনে করলে স্থানীয় সংস্থাসমূহে প্রশাসক নিয়োগের বিধান সম্প্রসারণের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তাতে স্থানীয় সংস্থাসমূহের স্বাধীনতাকে খর্ব হবে এবং এসব সংস্থাকার্যত সরকারি দলের নিয়ন্ত্রণে চলে যাবে।স্থানীয় সংস্থাসমূহ নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে নিয়োগকৃত প্রশাসক দ্বারা পরিচালনা করাটা হবে সম্পূর্ণভাবে সংবিধান পরিপন্থী কাজ।