ডেস্ক নিউজ: রাজশাহীর পুঠিয়ায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দম্পতিসহ তিনজন নিহত হয়ছেন।
শনিবার দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলার ঝলমলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ঘাইবাড়ি বালুটুঙ্গি এলাকার গোলাম কিবরিয়া হাসান (৩৮), তার স্ত্রী মিরা বেগম (৩৩) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে আল আমীন (৩৫)।
নিহত গোলাম কিবরিয়া হাসান ঢাকার বিকল্প পরিবহনে কর্মরত ছিলেন। মাইক্রোবাসে তিনি স্ত্রীসহ সেখানেই যাচ্ছিলেন।
পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মিরা বেগম। আর চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃত্যু হয় গোলাম কিবরিয়া হাসান ও আল আমীনের। দুর্ঘটনার পর হাসান ৩১ নম্বর ওয়ার্ডে এবং আল-আমীন ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। মরদেহ বর্তমানে রামেক হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।