ওমান প্রতিনিধিঃ ওমানে খোলা যায়গাতে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মধ্যে শ্রমিকরা কাজ করছেন। এত গরমের মধ্যে কাজ করলেও মধ্য দুপুরে কাজের বিরতির কোন সুযোগ নেই শ্রমিকদের। শুধু কৃষি কাজ নয়, শিল্প, কলকারখানাসহ সকল কাজ করতে হচ্ছে অসহ্য গরমের মধ্যেও। অনেক ক্ষেত্রে শ্রমিকদের দুপুরের প্রচন্ড গরমের মধ্যেও কাজ করতে বাধ্য করা হচ্ছে। এই অবস্থা শুধু ওমানে নয়, সৌদি আরবেও। কিন্তু নিয়ম আছে, এমন গরম হলে দুপুরে কর্মবিরতি দিতে হবে। কয়েকদিন আগে সৌদি আরবের ঘটনা নিয়ে ‘সৌদি গেজেটে’র বরাত দিয়ে খবর প্রচার করে প্রবাস কথা। এবারের প্রসঙ্গ ওমান।
মধ্য দুপুরের কর্মবিরতির নিয়ম যদি কোন প্রতিষ্ঠান ভঙ্গ করে তবে হট মেইল নম্বরে অভিযোগ করতে বলেছ ওমানের জনশক্তি মন্ত্রনালয়। মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওমানের জনপ্রিয় ইংরেজি দৈনিক টাইমস অফ ওমান জানিয়েছে,
‘যদি কারো সাথে এমন আচরন করা হয় অর্থাৎ দুপুরের বিরতির সময় কাজে বাধ্য করা হয় তবে ৮০০৭৭০০০ নম্বরে কল করে অভিযোগ করা যাবে।’
জনশক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সেলিম আল সাদি এই তথ্য জানিয়েছেন। গত বৃহষ্পতিবার জনশক্তি মন্ত্রণালয় ঘোষণা করে, খোলা এলাকাতে যেখানে রোদের তাপ আছে এমন যায়গাতে দুপুরে শ্রমিকদের বিশ্রাম দেওয়া হবে এবং এই ঘোষণা আগামী আগস্ট মাস পর্যন্ত বলবত থাকবে। বিভিন্ন স্বাস্থ্য সংস্থা অভিযোগ করেছে, শ্রমিকদের বিশ্রাম দেওয়া হচ্ছে না। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। দুপুর ১২:৩০ মিনিট থেকে ৩:৩০ মিনিট পর্যন্ত কোন শ্রমিক কাজ করবে না, তারা বিশ্রামে থাকবে। কারণ হিসেবে বলা হয়েছে, ইন্ডাস্ট্রীর কাজে গরম সহ্য করে কাজ করা খুব কঠিন।
ওমানের শ্রম আইনের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। যদি কেউ এই আদেশ ভঙ্গ করে তবে এই ধারায় আদেশ ভঙ্গকারীকে ১০০ থেকে ৫০০ ওমান রিয়াল জরিমানা বা এক মাস জেল অথবা উভয় দন্ডে দন্ডিত করা হতে পারে। টাইমস ওফ ওমান বলছে, ওমানের কোন কোন এলাকাতে ৪৫ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে। সেক্ষেত্রে শ্রমিকদের অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর বাধ্য করা হলে শ্রমিকের অধিকার ক্ষুণ্ণ করা হয়।