কুয়েতে সিনিয়র সিটিজেন আলিম উদ্দিন, প্রায় সাড়ে ৩ যুগ ধরে প্রবাসী।
গুণী মানুষের কদর বেড়ে যায় বা তার ভালো কিছু কর্ম উপলব্ধি হয়ে থাকে তখন, যেসময় ওই মানুষটির শূন্যতা দেখা দেয়।
সত্তরের কাছাকাছি বয়সী আলিম উদ্দিন ভাই সিলেট অঞ্চলের বাসিন্দা। কুয়েতে বাংলাদেশী কমিউনিটির সিনিয়র সংগঠকদের একজন তিনি।
বক্তৃতা কিংবা কথাবার্তায় সিলেটের আঞ্চলিকতায় আব্দুল আলিম ভাইকে খুব সহজেই পরিচয় করিয়ে দেয়।
সহজসরল এ মানুষটি একদম প্রচার বিমুখ, বেশ কয়েকবার চেষ্টা করেছি তার প্রবাসী জীবনের গল্প শুনবো। কিন্তু তার অনাগ্রহের কারণে সফল হইনি।
মানুষ মাত্রই ভুল, এই বিবেচনায় পূণ্যভুমি সিলেটে জন্ম নেওয়া আলিম উদ্দিন ভাইয়ের ভবিষ্যৎ অনুপস্থিতিতে কিছু কর্মগুণে তাকে স্মরণ করবে কুয়েত প্রবাসী বাংলাদেশীরা।
বোধকরি, তখন এ ব্যক্তির শূন্যতায় কদর বেড়ে যাবে তার। অন্যদিকে, নানা গুণের কথায় মুখরিত হবে বাংলাদেশী কমিউনিটির অলিগলি।