ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র বার্ষিক ক্রীড়া উৎসবের সবচেয়ে জমজমাট আসর পেপসি-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্ট আগামী ২৫ অক্টোবর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হবে। উদ্বোধনী দিনে ছয়টি খেলা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় মাঠে নামবে এটিএননিউজ বনাম অবজারভার এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি বনাম মানবজমিন। এছাড়া আরটিভি বনাম ডেইলি সান,এনটিভি বনাম আমাদের সময়, এশিয়ান টিভি বনাম কালবেলা, দি ইন্ডিপেন্ডেন্ট বনাম বাংলামেইল নিজ নিজ ম্যাচে অংশ নেবে।
এবারের টুর্নামেন্টে ২১টি প্রিন্ট মিডিয়া, ১১টি টেলিভিশন, ৫টি অনলাইন, ২টি সংবাদ সংস্থা ও একটি রেডিওসহ মোট ৪০টি মিডিয়া হাউস অংশ নিচ্ছে।
দলগুলো আটটি গ্রুপে ভাগ হয়ে নক আউট পদ্ধতিতে খেলবে। আট গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে খেলবে।
গ্রুপ-এ : ইনকিলাব, এনটিভি, সকালের খবর, আমাদের সময় ও ঢাকা টাইমস।
গ্রুপ-বি : আলোকিত বাংলাদেশ, আরটিভি, জনকন্ঠ, ডেইলি সান ও বাংলা ট্রিবিউন।
গ্রুপ-সি : চ্যানেল-২৪, এটিএন নিউজ, যুগান্তর, অবজারভার ও বিডি নিউজ ২৪।
গ্রুপ-ডি : যমুনা টিভি, ইনডিপেন্ডেন্ট টিভি, দি ইনডিপেন্ডেন্ট, মানব জমিন ও বাংলা মেইল ২৪।
গ্রুপ-ই : ইত্তেফাক, এশিয়ান টিভি, সমকাল, কালবেলা ও বাসস।
গ্রুপ এফ : চ্যানেল আই, নয়াদিগন্ত, মানবকন্ঠ, সংগ্রাম ও ইউএনবি।
গ্রুপ-জি : গাজী টিভি, বাংলা ভিশন, ডেইলি স্টার, দি রিপোর্ট ২৪ ও রেডিও টুডে।
গ্রুপ-এইচ : মাছরাঙা টিভি, প্রথম আলো, নিউনেশন, যায়যায়দিন ও আজকের পত্রিকা।