বিশেষ প্রতিনিধিঃ- আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) খাতে বাংলাদেশের রফতানি ২০২০ সালের মধ্যে ১০০ কোটি ডলার ছাড়াবে। এ খাতে বিস্তার অব্যাহত রাখতে দেশে প্রতিবছর ৫০ হাজার তরুণকে তথ্য প্রযুক্তিতে (আইটি) প্রশিক্ষিত করে তোলা হবে।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বুধবার সকাল সাড়ে ১১টায় বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) বিষয়ক সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন।
বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যকে প্রমোট (প্রসার) করতে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সম্মেলন শুরু হল এই প্রথম। বিপিও সামিট-২০১৫ নামে সম্মেলনের উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়। আয়োজন করেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ এসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউট সোর্সিং।
আয়োজকরা এ সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে জানান, তরুণদের এ খাতে উৎসাহিত করতে ও বাংলাদেশের বাজার বিদেশে কীভাবে প্রসারিত করা যায় তা তুলে ধরতেই এ আয়োজন।
৪০ জনেরও বেশি বক্তা বিভিন্ন সেশনে বক্তব্য রাখবেন। এদের মধ্যে রয়েছেন- যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকউন্টসের সিইও ফায়েজুল চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমেদ, অস্ট্রেলিয়ান বিপিও অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মার্টিন এন কনবয়, বাংলাদেশ কম্পিউটার সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ইনফোসিসের এমডি ও সিইও ড. বিশাল সিক্কা, তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, বেসিস সভাপতি শামীম আহসান, মাইক্রোসফটের এমডি ও টাই বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি সোনিয়া বশির কবির, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ও টেকনোলজি ব্যবসা বিশেষজ্ঞ স্যানটিয়াগো গুটায়ারেজ, ডাটাবেজ মার্কেটিং ও কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট সলিউশন বিশেষজ্ঞ রাজমোহন ভি ও শ্রী দয়া খালসা। এছাড়াও তথ্যপ্রযুক্তি ব্যবসা সেক্টরের বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন।
সম্মেলনে চাকরি প্রার্থীদের জন্য থাকছে স্পট ইন্টারভিউয়ের ব্যবস্থা। এর মধ্য থেকে ২০০ জন শিক্ষার্থীকে বিভিন্ন কল সেন্টারে চাকরির নিয়োগপত্র দেওয়া হবে।