জাহিদুর রহমান তারিক, ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ, ঝিনাইদহের কালীগঞ্জে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় স্থানীয় নেতৃত্ব উন্নয়নে ইউনিয়ন পরিষদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে ইউএস এইড এর অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন এ ওরিয়েন্টশনের আয়োজন করে। শিমলা-রোকনপুর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিহকারি শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা লিয়াকত আলী, উপ-সহকারি প্রকৌশলী আব্দুর রহিম, পরিবার পরিকল্পনা পরিদর্শক ফারজানা ইয়াসমিন, ইউপি সচিব রুহুল আমিন,ইউপি তথ্য উদ্যোক্তা হোসেন আলী, ওয়েভ ফাউন্ডেশনের লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম, পিও তাপসী চক্রবর্তী, আনোয়ারুল ইসলাম, মাহাবুব হাসান প্রিন্স প্রমুখ।
ওরিয়েন্টশনে ইউনিয়ন উন্নয়ন ফোরামের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের হাতে কালীগঞ্জের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নাম্বার সম্বলিত একটি করে বিলবোর্ড ও আব্রহাম লিংকের চিঠি সম্বলিত একটি করে ফেস্টুন প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান গোলাম রসুল ।