জাকির সিকদার ,সাভার ,স্টাফ রিপোর্টার : একই গোষ্ঠী ভিন্ন নাম ব্যবহার করে দেশব্যাপী নাশকতা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্বৃত্তের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিভিন্ন নাম দিয়ে একই গোষ্ঠী এসব ঘটনা ঘটাচ্ছে। তারা কখনও আনসার উল্লাহ বাংলা টিম, কখনও আইএস, কখনও আল কায়েদা নাম ব্যবহার করে এসব অপকর্ম করছে।’ এসময় সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের পরামর্শ দেন তিনি। আজ সকালে সাভারের আশুলিয়ায় নবীনগর-বাড়ইপাড়া সড়কে শিল্পপুলিশের চেকপোস্টে দুর্বৃত্তদের হামলায় নিহত
হন মুকুল নামে এক শিল্পপুলিশ সদস্য। এ ঘটনায় আহত হন শিল্পপুলিশের আরো চার সদস্য। আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আহতদের দেখতে যান।