৯৭ সেকেন্ডের ব্যবধানে পর পর দুটি গোল আর্জেন্টিনার জালে জড়িয়ে ফরাসিরা আত্মবিশ্বাস ফিরে পায়। অন্যদিকে, দ্বিতীয়ার্ধে এমবাপে একজন সুযোগ সন্ধানী খেলোয়াড় সেটিও প্রমাণ করে দিলেন। প্রথমার্ধে গোটা মাঠে আর্জেন্টিনার রাজত্ব দেখে মনে হয়েছিল যেনো ভীতিগ্রস্ত ফ্রান্স সহজেই হার মেনে মাঠ ছাড়তে যাচ্ছে। কিন্তু না না….. ফ্রান্স জ্বলে উঠে, আর্জেন্টাইনদের সহজ জেতাকে কঠিন করে তুলে ফরাসিরা। তারপর, শ্বাসরুদ্ধকর কিছু সময় শেষে খেলা গড়ায় ট্রাইবেকারে। ফলাফল- চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রানার্স আপ ফ্রান্স। বিশ্বকাপে বিজয়ী আর্জেন্টিনা দল পাচ্ছে ৪৩৯ কোটি টাকা, রানার আপ ফ্রান্স ৩১৩ কোটি টাকা, তৃতীয় নম্বর দল ২৮২ কোটি টাকা (ক্রোয়েশিয়া), চতুর্থ নম্বর দল ২৬০ কোটি টাকা (মরক্কো)।
আ হ জুবেদ
সম্পাদক, অগ্রদৃষ্টি