নিজস্ব প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সুজিত চন্দ্র দাশ তার নির্বাচনী এলাকায় অবিরাম গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় একসূত্রে জানাগেছে, ৯নং আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সুজিত চন্দ্র দাশ বর্তমানে তার নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রচন্ড ব্যস্ত সময় পার করছেন।
এদিকে অগ্রদৃষ্টিকে এক সংক্ষিপ্ত সাক্ষাত্কারে ৯নং আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সুজিত চন্দ্র দাশ বলেন, তিনি ৯নং আমতৈল ইউনিয়নে নির্বাচিত হলে এলাকাবাসীর সম্মিলিত সহযোগীতায় উক্ত এলাকার সার্বিক সমস্যাগুলো নিরসনের জন্য কাজ করে যাবেন।
এবং চেয়ারম্যান হিসেবে পূর্বের মেয়াদের উন্নয়নমূলক কিছু কাজের বর্ণনা দিয়ে সুজিত চন্দ্র দাশ বলেন, আমি ৯নং আমতৈল ইউনিয়নের সার্বিক ক্ষেত্রে আশানুরূপ উন্নয়ন করতে সক্ষম হয়েছিলাম; বিধায় আমাকে বৃহত্তর সিলেটের মধ্যে স্রেষ্ট চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছিল,সম্মানিত করা হয়েছিল।
সুতরাং পূর্বের ন্যায় আমার সকল কার্যক্রম তথা উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
এতে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উক্ত এলাকাবাসীর কাছে দোয়া, আশীর্বাদ ও ভোট প্রার্থনা করেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সুজিত চন্দ্র দাশ।
উল্লেখ্য যে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুজিত চন্দ্র দাশ ৯নং আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।